হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের রায়পুর বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় কলেজ পড়ুয়া অলিউর রহমান সজিব (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় শ্যামনগর কালিগঞ্জ মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সজিব ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের বাবর আলী গাজীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামনগর থেকে আম বোঝায় একটি ট্রাক (যশোর ড ১১-১৩১২) ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার অপরদিকে অলিউর রহমান ট্রাকের বেপরোয়া গতি দেখে দাঁড়িয়ে ছিলেন।পরবর্তীতে ট্রাকটি বেপরোয়া গতিতে এসে ওলিউর রহমানকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এসময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৈয়েবুর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।