মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কামরাঙ্গীরচর নিরন্ন অসহায় মানুষের পার্শে মেহমানখানা।

কামরাঙ্গীরচর নিরন্ন অসহায় মানুষের পার্শে মেহমানখানা।

মোঃ আনোয়ার হোসেন।।

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

প্রতিদিন হাজার হাজার রিক্সাওয়ালা,পথচারী,ও সমাজের পিছিয়ে পরা নিরন্ন মানুষের সেবায় একজন মাদার তেরেসাক্ষ্যাত নারী জানাবা আসমা আক্তার লিজা। যেখানেই মানুষ খাবার,বাসস্থান, বস্র,চিকিৎসাবন্চিত অসহায় মানুষের পার্শে ছুটেচলা ও নিরলস প্রচেষ্টায় সর্বক্ষণ যিনি নিজেকে নিয়োজিত রাখেন তিনি আসমা আক্তার লিজা। লকডাউনের কঠিন সেই সময় আসমা আক্তার লিজা র মানবসেবায় প্রস্তুত মেহমানখানা অসামান্য অবদান রেখেছেন। শুধু তাই নয় রানা প্লাজা ট্রাজেডিতে নিজের জীবনকে বাজী রেখে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।

আসমা আক্তার লিজা, গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঢাকার লালমাটিয়ায় গড়ে তুলেছেন ক্ষুধার্ত মানুষের জন্য খাবার আয়োজন।
তারই ধারাবাহিকতায় রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় মাকামে মাহমুদ পুরাতন জামে মসজিদের সামনে ১২ই এপ্রিল ২০২৩ ইং ২০শে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসেন ও মো:সাইফুল ইসলাম এর নেতৃত্বে খিচুড়ি, খেজুর ও সরবত বিতরণ করা হয়। খাবার বিতরনে শতশত মানুষের উপস্থিতি লক্ষকরা গেছে উপচে পড়া ভীর সামলাতে হিমসিম খেতে হয়। খিচুড়ি নিতে আসা একজন মোঃআঃ মান্নান মিয়া বলেন এভাবে এই আয়োজন চলমান রাখলে অনাথ শিশুও অসহায় মানুষের উপকার হবে।পবিত্র রমজানে এমন একটি আয়োজন জনসাধারণের কাছে সত্যি প্রসংশনীয়।এতে সহোযোগিতায় এগিয়ে আসেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com