তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দেবহাটার সখিপুর সাহেব বাড়ি প্রাঙ্গণে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শার্ট তুলে দেন ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ। লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের উদ্যোগে ফিরোজা মজিদ ট্রাস্ট ও সখিপুর আহছানিয়া মহিলা মিশনের আয়োজনে পোশাক বিতরন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন মোস্তফা ইমরুল কায়েস সুবিধা বন্চিত শিশুদের এই উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাহেব বাড়ি জামে মসজিদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর হোসেন, কামরুল ইসলাম, মনি।
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেকের মা-বাবা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান। তাদের তেমন কোনও আয়ের উৎস নেই। এ বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এ জন্য সায়ন্স ক্লাব অব ওয়েসিস প্রতিবছর তাদের সহায়তা করে থাকে। শিশুরা যেন কোনও অবহেলা বা নির্যাতনের শিকার না হয়। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্দীপনামূলক কাজে সবার অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।