হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ভবসিন্ধু দত্তকে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯৮৬ ব্যাচ এর আয়োজনে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বরুণ কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬৬ ব্যাচ এর কৃতিছাত্র আলহাজ্ব প্রফেসর আব্দুল করিম, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম রফিউল্লাহ, আলহাজ্ব সিরাজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন ৭৯ ব্যাচ এর মঞ্জুরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রভাসক মহিবুল্লাহ, সদর হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়েদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু তাহের, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, শেখ আবু হাবিব আব্দুল্লাহ ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। আমরা ক’জন এর ব্যানারে স্বর্গীয় পিতার পক্ষে মরোনত্তর সংবর্ধনা ক্রেষ্ট গ্রহন করেণ সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুন কুমার দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৬৬ ব্যাচ এর প্রাক্তন কৃতিছাত্র প্রফেসর আলহাজ্ব মতিউর রহমান। এসময়ে ১৯৬৬ সালের এসএসসি ব্যাচ এর কৃতিছাত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান সহ প্রয়াতদের সৃতিচারণ ও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া হয়।