সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
শহরে এক ঝাঁনু ব্যবসায়ী একটা বেসরকারি চিড়িয়াখানা চালু করলেন। নানান বিরল প্রাণী এনে জাঁকজমক উদ্বোধনের পর প্রবেশ মূল্য নির্ধারন করলেন ৩০০ টাকা। কিন্তু কোনও দর্শক পাওয়া গেলো না।
দক্ষ ব্যবসায়ী প্রবেশ মুল্য কমিয়ে ১০০ টাকা করলেন কিন্তু তারপরেও কোনও দর্শক পাওয়া গেলো না।
তিনি এবার টিকিটের দাম কমিয়ে ১০ টাকায় নামিয়ে আনলেন কিন্তু তারপরও কোনও দর্শক পাওয়া গেলোনা।
সবশেষে, তিনি ঘোষনা দিলেন চিড়িয়াখানায় কোনও প্রবেশ মুল্য লাগবে না, সবাই বিনামূল্যে ঢুকতে পারবো। ব্যস, চিড়িয়াখানা লোকে লোকারণ্য হয়ে গেলো।
তখন সেই চিড়িয়াখানার মালিক গোপনে গেটে তালা লাগিয়ে সিংহের খাঁচা খুলে দিলেন। সবাই অতংকে ছোটাছুটি আরম্ভ করলো ফলে পুরো চিড়িয়াখানায় হুড়োহুড়ি লেগে গেলো।
এবার ঘোষণা এলো চিড়িয়াখানা থেকে বের হতে প্রস্থান ফি ৫০০ টাকা। সবাই দ্রুত ৫০০ টাকার টিকিট কিনে জান বাঁচালো….
#hasanhafizurrahman জীবনে চলার পথে অনেক ডিসকাউন্ট কিংবা বিনামূল্যের অফার পাওয়া যাবে। তা থেকে দূরে থাকতে না পারলে চড়া মুল্য পরিশোধ করতে হতে পারে।
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।