১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে খুলনা রোড বঙ্গবন্ধু চত্বরের সামনে রেলি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহাব্বত, জাকির হোসেন টিটু, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মিজানুর রহমান, রুবেল হোসেন, অটোরিকশা অটো টেম্পুর নেতা গাউস আলী, সাতক্ষীরা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শ্রমিক লীগ নেতা জাহিদ খান, বাবলু,বি এম মুজিবুল্লা, ভোমরা বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। উপস্থিত ছিলেন বাস মিনিবাস,কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক সি বিএ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, রিকশা ভ্যান, সাতক্ষীরা লেবার ইউনিয়ন এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমবেশ শেষে একটি বিশাল রেলি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে শেষ হয়। রেলি শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় দেশ রত্ন শেখ হাসিনা