মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মানুষের কল্যাণে প্রতিদিন

জাতীয়করণবঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গত কয়েক বছর ধরো আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা অনশন, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করেছেন। সরকারও বিভিন্ন সময় আশৃবাস দিয়েছে। তবে শেষ পর্যন্ত আর জাতীয়করণ হয়নি।

এই দাবিতে আজ বুধবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফের মানববন্ধন করছেন শিক্ষকরা।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন মানুষের কল্যাণে প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ওইসময়ে সরকারিকরণ তালিকা যথাযথভাবে না হওয়ায় ৪১৫৯টি বিদ্যালয় ও কর্মরত শিক্ষক জাতীয়করণ হতে বঞ্চিত হয়।

তিনি বলেন, ২০১২ সালের সমাপনীসহ এসব বিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রায় ১৩০০ বিদ্যালয় জাতীয়করণের জন্য যাচাই বাছাই করা হয়েছে। যা মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে।

মামুনুর রশিদ খোকন বলেন, সম্প্রতি সরকার এক হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন। আমরা চাই, নতুন করে বিদ্যালয় না করে জাতীয়করণ বঞ্চিত অন্তত এক হাজার বিদ্যালয় জাতীয়করণ করা হোক। এ জন্যই আমরা সরকারের কাছে দাবি জানাতে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছি।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com