সাঘাটা ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে ১৩ মে দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ পাছ গড়গড়িয়া গ্রামের আঃ রহমানের ছেলে আঃ রাজ্জাক (৩৫) ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ছায়দার মন্ডলের ছেলে সামছুদ্দীন মন্ডল( ৪০) নামের ২ মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাজু সরকারের সাথে কথা হলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ও সঙ্গীও ফোস নিয়ে আঃ রাজ্জাকের বাড়ীতে অভিযান চালিয়ে শুকনা ৮ কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেট করার সময় রাজ্জাক ও সামছুদ্দিন মন্ডলকে হাতে নাতে গ্রেফতার করি। তিনি আরও জানান তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, এবং এ অভিযান অব্যহত থাকবে ।