যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে হাজির চট্টগ্রামের মানবিক তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। আসন্ন এই দুর্যোগের আগেই খাবার-পানি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন ফারাজ করিম চৌধুরী।