৪ বছর বয়সে, সাফল্য হলো
পরনের প্যান্টে প্রস্রাব না করা।
৮ বছর বয়সে, সাফল্য হলো
বাড়ি ফেরার পথ মনে রাখতে পারা
১২ বছর বয়সে, সাফল্য হলো
বন্ধু পাওয়া/থাকা।
১৮ বছর বয়সে, সাফল্য হলো
ড্রাইভিং লাইসেন্স পাওয়া।
২৩ বছর বয়সে, সাফল্য হলো
গ্র্যাজুয়েট হওয়া।
২৫ বছর বয়সে, সাফল্য হলো
প্রত্যাশিত চাকুরী পাওয়া।
৩০ বছর বয়সে, সাফল্য হলো
সংসার জীবন শুরু করা।
৩৫ বছর বয়সে, সাফল্য হলো
নিজস্ব ফ্ল্যাটের মালিক হওয়া।
৪০ বছর বয়সে, সাফল্য হলো
একাউন্টে প্রচুর ব্যালেন্স থাকা।
৪৫ বছর বয়সে, সাফল্য হলো
নিজের যুব চেহারা বজায় রাখা।
৫০ বছর বয়সে, সাফল্য হলো
সন্তানদের সুশিক্ষা দিতে পারা।
৫৫ বছর বয়সে, সাফল্য হলো
দায়িত্ব ভালভাবে পালন করতে পারা।
৬০ বছর বয়সে, সাফল্য হলো
ড্রাইভিং দক্ষতা ধরে রাখতে পারা।
৬৫ বছর বয়সে, সাফল্য হলো
রোগ ছাড়া বাঁচতে পারা।
৭০ বছর বয়সে, সাফল্য হলো
কারো উপর বোঝা না হওয়া।
৭৫ বছর বয়সে, সাফল্য হলো
পুরানো বন্ধুদের ধরে রাখতে পারা।
৮০ বছর বয়সে, সাফল্য হলো
বাড়ি ফেরার পথ মনে রাখতে পারা।
৮৫ বছর বয়সে, সাফল্য হলো
পরনের কাপড়ে… না করা।
**আমৃত্যু ঈমান ধরে রাখতে পারা।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।