কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিফা রেফারি, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর পুত্র ফাহিম ও ফুটবল রেফারি মাহমুদ মারাত্মকভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ মে শনিবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ শ্যামনগর সড়কের তালতলা নামক স্থানে। ফাহিম ও মাহমুদ চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাবলা গাছের গায়ে লেগে মোটরসাইকেলটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফাইম ও মাহমুদ মারাত্মক রক্তাক্ত জখম হয়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাড়িতে করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফাহিমের পা ও হাত ভেঙে গেছে, মাথায় মুখে প্রচন্ড আঘাত লেগেছে। মাহমুদের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে সে বমি করছিল। ফাহিম কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মাহমুদ কালীগঞ্জ উপজেলা রেফারি সমিতির সদস্য । মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ফিফা রেফারি বাবলু তার বড় ভাই ডাবলু ছোট ভাই লাভলু আত্মীয়-স্বজনরা ছুটে যায় হাসপাতালে তাদের সার্বিক বিষয়ক খোঁজখবর নিতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী সহ কালীগঞ্জ উপজেলা ফুটবল সমিতির সদস্যরা খোঁজখবর নিতে হাসপাতাল ও তার বাড়িতে যান ।শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা সিটি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন।