গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন। গতকাল রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বরাবর ইংরেজিতে দেওয়া তিন পাতার চিঠিতে তিনি নির্বাচনে সেনা মোতায়েনসহ সাত দফা দাবি তুলে ধরেছেন। চিঠিতে তিনি কূটনীতিকদের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্যও অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বরাবর দেওয়া চিঠির বিষয় হিসেবে লেখা হয়েছে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি এবং নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ।