বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ এর পিতা মরহুম মোঃ ইয়াকুব আলী’র জানাজা নামাজ শেষে মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় সাতক্ষীরা শহরের কামালনগর সরকারী গোরস্থানে দাপন সম্পন্ন হয়েছে। গতকাল পহেলা মে বুধবার সকাল ১০ টায় কামালনগর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্নীয় স্বজন এলাকাবাসি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এক নজরে দেখার জন্য উপস্থিত হন। এসময়ে উপস্থিত হন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম.শাহ্ আলম, সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তেজাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাবেক পিপি এড. ইফতেখার আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক এমপি এড. স ম সালাউদ্দীন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ ক ম রেজানুল্লাহ সবুজ, সাতক্ষীরা সিটি কলেজের অধক্ষ মোঃ আবু সাঈদ, জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভিন মিলি, স্থানীয় পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সিনিয়র সহ-সভাপতি এড. তপন কুমার দাস পিপি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও অধ্যাপক তপন কুমার শীল, আসাদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম ও মাসুম বিল্লাহ, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক এড. আলতাফ হোসেন, এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও আইনজীবীগণ এবং এনজিও কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও আত্নীয়স্বজন। বুধবার বিকাল সাড়ে ৫টায় কামালনগর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ পড়ান কামালনগর আদর্শপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ আব্দুল্লাহ ও হাফেজ মাওঃ মোঃ আব্দুস সোবহান। জানাজায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড.আজাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনিচ খান চৌধুরী বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামরু জ্জামান, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ, সদর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ, পৌর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, তালা উপজেলা সভাপতি হামিদুজ্জামান সুজন, আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল কাদের, দেবহাটা উপজেলা সদস্য সচিব রবিউল ইসলাম সহ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্ন স্তরের নেতা- কর্মিরা এবং আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মনোরঞ্জন বন্দোপধ্যায় সহ বিভিন্ন এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ সহ শহরের মুসল্লিগণ ও আদর্শ ছাত্র বনধু ফাউন্ডেশন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।