মারুফ সরকার,স্টাফ রির্পোটার: রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার মুসলিম বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল। বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে মুসলিম বাজারের কাঁচাবাজারের বিভিন্ন দোকানের খাদ্য সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করেন তারা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান শেষে আব্দুস সোবহান সাংবাদিকদের বলেন, মাছ-মাংসের দোকানে পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। কিছু দোকানিরা রং মিশিয়ে মাছ ও রক্ত মিশিয়ে মাংস বিক্রি করছেন। তাদেরকে এটা না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ওই বাজারের সব ব্যবসায়ীকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে, যাতে তারা এভাবে পণ্য বিক্রি করা থেকে সরে আসেন। ৭ দিন পর ফের অভিযান পরিচালনা করা হবে। ওই সময়ে অনিয়ম পেলে জরিমানা ও মামলা করা হবে।
তিনি আরও বলেন, অভিযানে কোনো দোকানিকে জরিমানা করা হয়নি। কিছু মাছ জব্দ করা হয়েছে।
অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।