মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শ্যামনগরের ১’শ ১১ গ্রাম পুলিশ বাইসাইকেল প্রদান

শ্যামনগরের ১’শ ১১ গ্রাম পুলিশ বাইসাইকেল প্রদান

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা বেগম, শ্যামনগর ইউপির প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, অনলাইন নিউজ ক্লাবের মারুফ হোসেন মিলন প্রমূখ। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ১’শ ১১ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com