মানুষের মন জয় করা অত সহজ কাজ নয়। আপনি যত ভাল মানুষই হোন বা যত দান-খয়রাতিই করুন না কেন মানুষের মন জয় করা চারটিখানি কথা নয়; যখন কেউ আমার সাথে কথা বলে,আমি তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করি। কারও মনে জায়গা পেতে হলে ভাল শ্রোতা হওয়া উচিত । কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করি। ভাল লাগলে প্রশংসা করি। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করার চেষ্টা করি।আমি কবির নেওয়াজ রাজ সর্বদা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করি। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করি।
লেখকঃ কবির নেওয়াজ রাজ।