ভালোবাসায় ভরা মনগুলো খুব ভঙ্গুর
যখন ওরা মরে যায়, থাকে না সুর
থাকেনা রং, থাকে না গন্ধ
থাকেনা জীবনের কোনও স্বাদ
থাকে না টুকরো স্বপ্ন গুলো অবশিষ্ট
হারায় প্রাণের চঞ্চলতা
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ভাঙ্গা মন
জোড়াতালি দিয়ে কিংবা মেরামত করে
চলতে থাকে কোনো রকমে।
যদিওবা কোনও বিশ্বস্থ হাত
টুকরো হয়ে পড়ে থাকাদের
সযতনে কুড়িয়ে জোড় দেয়
খুব সাবধানে, সযতনে
ঠিক যেভাবে সূর্যের আলো
তার পথ খুঁজে নেয়
গাছের সবুজ পাতার মাঝ দিয়ে,
নতুন করে দেখায় জীবনের আশা
স্বপ্নেরা রূপ বদলায়।
তবুও কিছু দাগ, কিছু ফাটল
কিছু কিছু পিছুটান
তখনও রয়েই যায়
মুছে যাবে না যা কখনও…
প্রত্যুষ, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০, রাজশাহী
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।