মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব-কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক ব্রিজ থেকে তাকে আটক করা হয়। সে ভৈরবের গজারিয়া ইউনিয়নের চান্দেরচর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পুলিশের বিশেষ অভিযান চলাকালে খবর আসে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের গাজীর ব্রিজে একাধিক ডাকাতি মামলার আসামি আবদুল্লাহ ওরফে জুয়েল ঘোরাঘুরি করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত আবদুল্লাহকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে ভৈরব থানায় ৫টি ডাকাতি, একটি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ওই এলাকার ত্রাস আবদুল্লাহকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় ৭টি মামলা রয়েছে। সে দুটি মামলায় পলাতক ও পাঁচ মামলায় জামিনে আছে।