মোঃ আনোয়ার হোসেনঃ
০১/০৬/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকালে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধ করণীয় শীর্ষক নেটওয়ার্ক ফোরাম সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন সোনিয়া, মো: শাহানরয়া হোসেন রনি, টঙ্গী রেলওয়ে পুলিশ ইনচার্জ ছোটন শর্মা, ক্যামব্রিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব শাহাবুদ্দিন,টিএনটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুলইসলাম,মেধাবিকাশের প্রধান শিক্ষক জনাব সোহেল ভূঁইয়া, হলি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাহার উদ্দিন ইকবাল , জসিম উদ্দিন-ওয়াল ভিশন, সাজেদা ফাউন্ডেশন,ব্রাক, কর্মজীবী নারী, শক্তি ফাউন্ডেশন, আওয়াজ,টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বারাকা, নগর মাতৃ সদন, জীবন্ত ট্রাস্ট প্রতিনিধিগণ, নাসির উদ্দিন বুলবুল সিনিয়র সাংবাদিক, রঞ্জিত চন্দ্র দাস নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় প্রতিনিধি,কমিউনিটি লেটার উপদেষ্টা কমিটি সদস্য,কারিতাস উদ্যম প্রকল্পের কর্মকর্তা আগস্টিন মিন্টু হালদার, শফিকুল ইসলাম,নয়েল পাপ্পু দাস,এলেন রোজারি প্রমুখ।