মনিরুজ্জামান (মহসিন) :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে শিক্ষাবান্ধব, চৌকস দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের আর্থিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত সভাপতি এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম।
কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিফাতুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী,ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: শাহানুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের শেষ পর্যায়ে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি কে ক্রেস্ট ও কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।