‘“বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন কোর্সের ভাইভার আগে বন্ধুদের কাছ থেকে জুতা, শার্ট ধার করতাম। বাংলাদেশ ব্যাংকের এডি পদে লিখিত পরীক্ষায় পাস করে ভাইভার জন্য ডাক পড়লে ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা কোথায় পাব—এই নিয়ে চিন্তায় পড়ি। কারণ, ফরমাল পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। ভাইভার কয়েক দিন আগে মা তাঁর কানের দুলজোড়া খুলে হাতে দিয়ে বলেছেন, “বাবা, এটা বন্ধক রেখে তোর ভাইভার পোশাক কিনে নে।” আমি কিছু বলতে পারছিলাম না। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ভাইভা বোর্ডে ঢোকার সময় মায়ের খালি কান দুটো ভেসে উঠছিল।’—কথাগুলো বলছিলেন এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত সুব্রত মণ্ডল। মেধাতালিকায় ৫৬তম হয়েছেন তিনি।