হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে গরুবাহী পিকাপের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি নুরনগর টু কালিগঞ্জ সড়কের রতনপুর বাজার এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরীয়া গ্রামের নু ইসলামের পুত্র মনিরুল ইসলাম মন্টু (৩৬) সোমবার (৫ জুন) বেলা ২ টার দিকে রতনপুর বাজারে সড়কের ধারে বসে সাইকেল সারাই করছিলো। এসময়ে জার্সি গরুবাহী একটি পিকাপ (মিনি ট্রাক) নুরনগরের দিক থেকে দ্রুত গতিতে এসে মিন্টুকে ধাক্কা দেয়। এ ঘটনায় সে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মুত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। স্থানীয়রা জানান চালক বেপরোয়া গতিতে পিকাপ গাড়িটি চালাচ্ছিল। বাজারের ব্যবসায়ীরা চালককে উত্তম মাধ্যমদিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের পরিবার তথা নিকটজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।