এম এস আই টুটুল : আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ,জনবন্ধুর আস্থ্যাভাজন কবির নেওয়াজ (রাজ) এর সততা সৃজনশীলতা সামাজিক দায়বদ্ধতা তাকে এনে দিয়েছে এক বিশেষ অবস্থানে।সম্পদ কতৃত্ব বা আভিজাত্যে নয় মানুষের ভালবাসা বিশেষ করে যুবসমাজের কাছে সে এক গ্রহনযোগ্য মানুষ বটে। এলাকার দরিদ্র মানুষের সহযোগিতা, অসহায় যুবকদের চিকিৎসায় অর্থ ও সার্বিকভাবে সহোযোগিতা, গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তার অবদান লক্ষনীয়। এছাড়া একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। স্বল্প সময়ে নেতা নয় কনিষ্ঠতম একজন সমাজ সেবক হিসেবে তার পরিচিতি বর্তমান।কবির নেওয়াজ রাজ তরুণ সাংগঠনিক কর্মকাণ্ডে “অ্যাওয়ার্ড” পাওয়াই আমি গর্বিত ও আনন্দিত। সম্প্রতি ঢাকা রুপায়ন সেন্টার ব্যবসায়ী সমিতির নির্বাচন- ২০১৯ এ সাঈদ মিঠু পরিষদে দপ্তর সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা সাতক্ষীরাবাসী তার সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি সেই সাথে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।