এ এক অন্য রকম সুখ,,,
আবেগের সবকটি জানালার বন্ধ মুখ ।
না প্রেম না বিচ্ছেদের নতুন শুরু গল্পের
না শোক না দুঃখ, না জ্বালা যাপিত জীবনের।
সবকিছুর শেষটার আজ শেষ দিন
যেটুকু সময় নিচ্ছে মুহূর্তেরা ঘা শুকানোর ।
পেড়েক বসানোর সামান্য ঐ একটু ব্যথা
দিন দুয়েক পরেই সেটাও মিলিয়ে যাবে নিশ্চিত।
আমৃত্যু কারাদণ্ড অনুভূতির সকল অনাসৃষ্টির
সকল দস্যিপনার হাতে পায়ে শেকল
আপাদমস্তক রুটিনের কড়াকড়ি।
পান থেকে চুন খসলেই শাস্তি!
কঠিন থেকে কঠিনতর শাস্তি!!
এক জীবনে কতোটা আর ছ্যাচড়ামি
ভুল শব্দটির আর নেই সুযোগ_
দ্বিতীয় সুযোগ পাওয়ার।
শুকপাখিটা লুটপাটে গেছে খোয়া
আর্তনাদের সকল চিৎকার স্তব্ধ
আগুন পাখি নিয়েছে নতুন নাম
ডানা মেলে উড়ছে তারা আঙিনা আকাশ জোড়া।
এ এক অন্য রকম স্বস্তি,,,
ফিরে যাক নীড় পাক অনুভূতির মৃত নক্ষত্রেরা।
লেখকঃ প্রভাষক শিরিন সাদী।