যদি একটা কৌটা কিংবা বৈয়ামে কিছু কালো পিঁপড়া আর কিছু লাল পিঁপড়া একসাথে রাখেন তবে কোনও গন্ডগোল না করে ওরা মিলেমিশে থাকবে।
কিন্তু কেউ যদি বৈয়ামটি একটু জোরে নাড়ায় বা ঝাঁকি দেয় তো পিঁপড়াগুলো একে অপরকে মারতে শুরু করবে।
লাল পিঁপড়া কালো পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে আর কালো পিঁপড়ারা লাল পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে।
যদিও ওরা কেউ কারো শত্রু নয়, প্রকৃত শত্রু তো সেইই যে বৈয়ামটাকে নাড়া দেয়।
আমাদের সমাজেও একইরুপ ঘটনা ঘটে।
তাই কাউকে শত্রু ভাবার কিংবা আক্রমণ করার আগে ভেবে নেয়া উচিত বৈয়ামটা কে ঝাঁকুনি দিচ্ছে….!
একলা আষাঢ় ১৪৩০
(বৃষ্টিহীন পহেলা দিবস)
রাজশাহী
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।