সৈয়দ খায়রুল আলমঃ
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত জমকালো ও বর্ণিল আয়োজনে নড়াইল জেলা সমিতির অভিষেক মিলন মেলা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো খাজা মিয়া, সিনিয়র সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ১৭ জুন ২০২৩ শনিবার,বিকাল ৪.৩০ মিনিটে। ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যকরী কমিটির সভাপতি লে কর্ণেল সৈয়দ হাসান ইকবাল অবঃ সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মইনুল ইসলাম পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি সিআইডি শেখ নাজমুল আলম পিপিএম বার বিপিএম, ডিআইজি মো নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো শহিদুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান ওহিদুজ্জামান বাবলু, সৈয়দ আরোজ আলী,
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্য, আজীবন সদস্য ও সন্মানিত দাতা সদস্য সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্মরণ কালের স্মরণীয় ইতিহাসের পাতায় এক অবিস্মরনীয় নাম নড়াইল জেলা সমিতি।
হে চিত্রা তুমি তো প্রামান করে দিলে।তুমি কেন লিখে যাওনি? যেমন কবি মাইকেল মধুসূদন দত্ত -কপোতক্ষকে নদকে নিয়ে লিখে গেছেন!তাহলে তো তোমারও গর্বের ইতিহাসের পাতা থেকে কিছু না লিখলে নয়!হে চিত্রা তুমি তো নড়াইলের অহংকার ও গর্ব!!তুমি সারা বিশ্বকে চিনিয়ে দিলে নড়াইল আমার সন্তান।সেই সন্তানদের নাম আজও বিশ্ব খ্যাত হয়ে পৃথিবীর নাম করণে চিরস্মরণীয় আছে।যাদের নাম কারণে আজ নড়াইল বেশি পরিচিত। বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান,বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ,বাংলাদেশ ক্রীকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মত্তর্জা সহ আর নাম করা প্রখ্যাত গুণীজন।
সুনিপুণ প্রদর্শনী, জমকালো আয়োজনে ও বর্ণিল সাজসজ্জার মধ্য দিয়ে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির অভিষেক মিলন মেলা অনুষ্ঠানে ঢাকা
কুর্মিটোলা গল্ফ ক্লাব,ঢাকা যেন এক টুকরো নড়াইল।
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি লে. কর্ণেল সৈয়দ হাসান ইকবাল (অব.)এর সভাপতিত্বে সকল সন্মানিত অতিথি ও কার্যকর কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী মাইনুল ইসলাম,পিপিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চমৎকার বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি(বার),ওএসপি,এনডিইউ,
পিএসসি,পিএইচডি ও। তিনি বর্ণিল আয়োজনে নড়াইলের স্মৃতি রোমন্থন করে বলেন আমার জন্ম খুলনায় হলেও বাপ দাদার পৈতৃক বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে,তবে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি লোহাগড়ায় অবস্থান করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব খাজা মিয়া বলেন নড়াইলের উন্নয়নে আমি কোন ভুমিকা রাখতে পারলে আমি নিজেই ধন্য হব, সব কাজের অগ্রগতি সফলতা অর্জনের চেষ্টা করবেন বলে জানান।অনুষ্ঠানে কার্য নির্বাহী কমিটি ও সদস্য বৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্য নড়াইলের বিশিষ্ট মানবিক সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম উপস্থিত থেকে মাননীয় সেনাপ্রধান জেনারেল এসএম শফিউল্লাহ নিকট দাবি করেন বঙ্গবন্ধুর স্নেহধন্য, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লে এম মতিউর রহমান এর নামে মধুমতী নদীতে নির্মিত রেলসেতু নামকরণ বীর মুক্তিযোদ্ধা লে এম মতিউর রহমান এর নাম করার দাবি জানিয়েছেন। তিনি বলেন সবাই একজোগে কাজ করলে চেষ্টা করবেন বলে জানান। চমৎকার ও বর্ণাঢ্য আয়োজন উপভোগ করে সবাই কে শুভেচ্ছা জানান।