হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়ায় বৃহৎ গরুরহাটের পরিবেশ ও সার্বিক বিষয়ে পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। মঙ্গলবার (২০ জুন) বেলা ১১ টায় তিনি উপজেলার সর্ববৃহৎ গরুর হাটের বাস্তব পরিবেশ ও ক্রেতা বিক্রেতাদের সাথে হাট কমিটির আচারণ, দালাল এবং হয়রানীমুক্ত করণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। পবিত্র ঈদ-উল- আযহাকে সামনে রেখে কুশুলিয়া গরুর হাট উপজেলার সর্ববৃহৎ হাট। এ হাটটি পরিবেশ বান্ধব করতে উপজেলা প্রশাসন সর্বদা তদারকি করবেন বলে জানান তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম ও কুশুলিয়া হাট কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।