আমেরিকার সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশন থেকে সম্মানসূচক ফেলশিপ (এফএসসিএআই) অর্জন করেছেন সাতক্ষীরার দুই কৃতি সন্তান যথাক্রমে সহযোগী অধ্যাপক ডা. কাজল কুমার কর্মকার ও কনসালটেন্ট ডা. শেখর কুমার মন্ডল। তাঁরা দু’জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। সারা বিশ্বের চৌকশ ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞদের এই ফেলোশিপ প্রদান করা হয়।
ডা. কাজল কুমার কর্মকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি রংপুর মেডিকলে কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃতি সন্তান ডা. শেখর কুমার মন্ডল ২০০৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস, ২০০৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে ডি-কার্ড এবং বিসিপিএস থেকে এফসিপিএস পাশ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।