এই হাসিখেলার মাঝে
একদিন কৃষ্ণগহ্বরের ওপাশে চলে যাব
আর ফেরা হবে না,
হবে না আর কোনও দেখাও।
সেদিন,
এ্যালবাম ঘেঁটে পুরোন ছবিগুলোতে
আমায় দেখবে না,
পুরানো কোনও ভিডিও চালিয়ে
শুনতে যেও না আমার বলা কথাগুলো
হাসিমুখের আমায় দেখে বারবার
যেও না থমকে।
একসাথে ঘুরে বেড়ানো প্রিয় জায়গায়
নতুন করে খুঁজো না আমায়,
কোথাও আমার প্রিয় গানের কলি শুনে
মনে মনে গাইবে না সে সুর কখনও,
কিংবা পছন্দের খাবারের মাঝেও
খুঁজবে না পুরোনো কোনও স্বাদ
কখনও যেন মনে না পড়ে
এখানে একদিন আমিও ছিলাম
আমার এই না থাকা যেন
তোমাকে একটু না কাঁদায়
স্মৃতির ক্ষতে যেন ব্যথার ছুরি
না করে একটুও আঘাত।
এভাবে হারিয়ে যেয়েও যেন
একটু বেঁচে থাকতে পারি
তোমার সুখের করিডোরে….
লেখকঃ হাসান হাফিজুর রহমান।