নকলা,প্রতিনিধিঃ মাহদি হাসান
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদহীন পণ্য রাখা ও নোংরা পরিবেশে পণ্য বেচাকেনা করার অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নারায়নখোলা বাজারে এক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদহীন পণ্য রাখা ও নোংরা পরিবেশে পণ্য বেচাকেনা করা হচ্ছে- এমন কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। জস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্যানিট্যারি পরিদর্শক হাসান ফেরদৌসসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।