হাফিজুর রহমান শিমুলঃ দি-হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৮ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে আর টি আই এর উপর দিনব্যাপী কর্মশালা। সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন দি-হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী আনিছুর রহমান আনিছ ও আর টি আই এক্টিভিজ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক শেখ আব্দুল হামিদ, সাংবাদিক ইশারাত আলী, নেহা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির পরিচালক শেখ আব্দুল্যাহ ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।