মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ সহকারী প্রক্টরকে নতুন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সহকারী প্রক্টর হিসেবে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো. আরিফুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম, ফাইন আর্টস বিভাগের প্রভাষক মোসা. তানিয়া আফরোজ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী।
নতুন নিয়োগপ্রাপ্ত পাঁচ সহকারী প্রক্টরসহ প্রক্টরিয়াল বডিতে আছেন মোট আটজন সহকারী প্রক্টর। পুরো প্রক্টরিয়াল বডির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।।
এ বিষয়ে সহকারী প্রক্টর মিঠুন বৈরাগী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্থা নিয়ে যে দায়িত্ব অর্পন করেছে, সেটা সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা চাই।