কোনও এক দূর্যোগের পরে
দেখা হয়ে ছিলো এক দলছুটের,
শুনেছিলাম ডানাভাঙার আর্তনাদ
উপেক্ষা করতে পারি নি।
সে ডাকে দিয়েছি পাড়ি খরস্রোতা
পুড়িয়েছি পালক দিতে তারে উত্তাপ
রংধনুর সব রংও সঁপেছি পায়ে
ক্যানভাস চাইলো সে আঁকিয়ে
বুকের জমিন বিছিয়ে দিলাম
রং ছড়াবে ফ্রেম অবধি
ক্যানভাসে ছোট্ট নদী বয়ে গেলো
ও পাশে সাদা মেঘ
এ পাশে সবুজ বাগিচা
কলরবে মুখরিত হলো আঙ্গিনা
পরিযায়ী ঝাঁকে একদিন
সেও মেললো ডানা
মিশে গেলো
ওই নীল আকাশে….
লেখকঃ হাসান হাফিজুর রহমান।