কলকাতার শুরু হল পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেখানে ১০০ বছরের আগের সিনেমা দেখলে সেই সময়কার অবস্থা জানা যায়। বাঙালি আজ বিশ্ব জয় করেছে। তাই আমাদের চলচ্চিত্রকাররা যদি হাতে হাত মেলায় তবে বাংলা সিনেমাও বিশ্ব জয় করবে। বাঙালি সংস্কৃতি বিশ্বের অন্যতম সেরা সংস্কৃতি বলে মন্তব্য করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। একটা সময় বাংলাদেশেও হলের সংখ্যা কমে যাওয়ায় কারণে এই শিল্পে আঘাত আসে, কিন্তু শেখ হাসিনার কারণে তা আবার ঘুরে দাঁড়িয়েছে।