মোঃ বেল্লাল হোসাইন (বাগেরহাট)।।
মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙন প্রতিরোধে ফুলহাতা বাজারসংলগ্ন ৫০০ মিটার সুরক্ষাকাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙন সুরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এ কাজের উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘পানগুছি নদীর ভাঙন হতে মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন প্রকল্পের আওতায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে কাজটি শুরু হয়।
প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাপাউবো খুলনা সফি উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্ আলম বাচ্চু, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।