ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ভৈরবে বাঁশগাড়ি গ্রামে আগুনে পুড়ে গেছে ৪ টি বসত ঘর ও মালামাল । এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবি । ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসিরা জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে কাজী বাড়ির হেনা বেগমের ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দেখতে দেখতে আগুনের লেলিহান মূহুর্তের মধ্যে তা পুড়ো ঘরে ছড়িয়ে পড়ে । আগুনে এ সময় কাজি আঃ মালেক মিয়া,হেনা বেগমের বসত ঘরের ৪ টি রুমের আসবাবপত্র, ফ্রিজ, সিলিং ফ্যান,নগদ টাকা,৫ ভরি স্বর্ণালংকার পুড়ে যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসিরা আগুন নেভাতে সক্ষম হয়। এ বিষযে কাজী আঃ মালেক জানান, আগুনে পুড়ে তার ঘরের আসবাবপত্র সহ জমির দলিল, নগদ টাকাসহ আনুমানিক ৮/ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হেনা বেগম জানান, ঘরে রক্ষিত নগত ২৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার,খাট,সুকেস,আলমারিসহ সমস্ত মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন পথে বসে গেছি। ঘরে ঘুমানোর ব্যবস্থা নেই। সরকার যদি সহযোগিতা করে।
এ বিষযে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।