ভৈরবের কালিকাপ্রসাদ জগড়াচর গ্রামে পারিবারিক বিরোধে গর্ভবতী স্ত্রী কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের সন্তান ও স্বজনরা। নিহতের নাম সেলিনা বেগম (৩৭)। ঘটনার পর পরই ঘাতক স্বামী ফায়েজ উদ্দীন মিয়া পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্বার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পুত্র জীবন আহমেদ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে রোববার রাত ২ টার দিকে ঘুমন্ত স্ত্রী সেলিনা কে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে পিটিয়ে হত্যা করেছে ।
এ বিষযে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।