প্রভাষক মনিরুজ্জামান (মহসিন) :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষার গুণগতমান ও জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ এর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, দলগত বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ নানান ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সোলায়মান হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম, দেবহাটা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হক বাবলু, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), মো: আবু তালেব, রিতা রানী, সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, হাদীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক,সহকারী শিক্ষক, বিজয়ী শিক্ষার্থী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ দেবহাটা উপজেলায় শিক্ষার গুণগতমান ও পরিবেশ উন্নয়নে যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, পর্যায়ক্রমে উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা সহ নানা বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন।
সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সে বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়েছে।
এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ এর বিভিন্ন স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা পুরস্কার লাভ করলেও কলেজ পর্যায়ে বরাবরের মতই সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ দেবহাটা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩ এ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৯ টি পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় সহ অন্যান্য অতিথিদের নিকট থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ এর কলেজ পর্যায়ে দেবহাটা উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে শ্রেষ্ঠ কলেজের ক্রেস্ট গ্রহণ করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), উপজেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন রোভার স্কাউট লিডার মো: আবু তালেব, শ্রেষ্ঠ গার্ল-ইন রোভার শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন প্রভাষক রিতা রানী, শ্রেষ্ঠ রোভার কলেজের সিনিয়র রোভার মেট শেখ নাহিদুর রশীদ ও কলেজের শ্রেষ্ঠ রোভার দল, শ্রেষ্ঠ গার্ল-ইন রোভার সোনিয়া পারভীন, কেরাত প্রতিযোগিতায় শিক্ষার্থী মো: ইসরাফিল ইমন, বাংলা রচনা প্রতিযোগিতায় তাহেরুন নাহার, ইংরেজি বক্তব্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ এর উপর নির্ধারিত বক্তব্যে মো: আবিদ হাসান তানভীর, দেশাত্মবোধক গানে রাজশ্রী হাজরা, নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সংঙ্গীতে ডায়না স্বর্ণকার, দলভিত্তিক জারীগানে মুজাহিদ বিন ফিরোজ ও তার দল এবং লোক নৃত্যে বাসুদেব দাশ।