আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে ও অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা।
১৭ আগস্ট(বৃহস্পতিবার) বাংলাদেশের সাথে মিল রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়।এবছর বিজ্ঞান বিভাগ থেকে ১৬ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ৩৩ জন। তারমধ্যে ২৭ জন ছাত্র ও ২২ জন ছাত্রী। পরীক্ষায় মোট অংশ গ্রহণ করে ৪৯ জন পরীক্ষার্থী।পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, দূতালয় প্রধান মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান।কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরুণ জি, হল সুপারের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সঞ্জিত কুমার শীল, অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা।বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীরা।