মোঃ সাইফুল ইসলামঃ কুড়িগ্রাম রাজারহাট উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে রাজারহাট উপজেলার তিস্তা ও ধরলা নদী বেষ্টিত ৪ টি ইউনিয়নের চরাঞ্চলের ৩২ টি পরিবারের মধ্যে বিনামুল্যে ২৩ টি পরিবারের প্রতি পরিবারকে ২ টি করে মোট ৪৬ টি ছাগল ও ৯ টি পরিবারের প্রতিপরিবারকে ৩ টি করে মোট ২৭ টি ভেড়া বিতরণ করা হয়। ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। পরে সুবিধাভোগী ৩২ পরিবারের মাঝে ছাগল ও ভেড়া প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন – সাধন কুমার সরকার।