রামগঞ্জ স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়েশন ও সংশপ্তক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে জনাব ইমাম হোসেন স্বপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত গেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ শাহেদ হোসেনের সঞ্চালনায় মোঃ মাঈন উদ্দিন রুবেলের সভাপতিত্বে প্রায় ১৫ (পনের) টি সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জনাব পারভেজ হোসেন, সাংবাদিক, জনাব রাজু হোসেন, কোষাধ্যক্ষ,সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন, হারুন এলাহি, সাধারন সম্পাদক,স্বাধীন বাংলা ফাউন্ডেশন, জীবন সিদ্দিকী, সাবেক ছাত্র নেতা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক,সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন, আরভী আক্তার,সদস্য, সংশপ্তক অ্যাসোসিশন, ক্বারী মোঃ আব্দুর রব, সদস্য, সংসপ্তক অ্যসোসিয়েশন, মোঃ সুমন ওয়াহিদ, সভাপতি,সোনার বাংলা স্বাধীনতা ফাউন্ডেশন ও অন্যান্য সংগঠনের ভোক্তাগন এই সময় সভাপতি মহোদয় সহ অন্যান্য বক্তারা বলেন উক্ত হামলায় জড়িত সন্ত্রাসীদের অতি দ্রুত গেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং এই হামলার পিছনে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হউক। আরো বলেন স্বেচ্ছাসেবীগন মানুষের কল্যানে কাজ করে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে সহযোগিতা করেন। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান । এই কাজের বিনিময়ে তাদের রক্ত জড়বে কেনো? প্রশাসন বিচার চাই।
জনাব স্বপন একজন ভালো মানুষ সবসময় মানুষের পাশে থাকেন তার উপর হামলা মেনে নেওয়া যায়না। স্বপনের সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা সভিপতির অনুমোতিক্রমে সমাপ্তি ঘোষনা করা হয়।