এই মেয়েটি কখনই ব্যথা, ক্ষুধা বা ক্লান্তি অনুভব করতে পারেন না। নবজাতক শিশু হিসাবেও কাঁদেনি, নয় মাস বয়স থেকে দিনের বেলা ঘুমানো বন্ধ করে দেয়, মিল্কশেক ছাড়া কিছুই খেতে পারত না।
পাঁচ বছর বয়সে পড়ে গিয়ে তার দাঁত নিচের ঠোঁট বিদ্ধ হয়, কিন্তু সে ছিল একেবারে শান্ত। কোনরুপ অ্যানেশেসিয়া ছাড়াই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
সে যখন মাত্র ৭ বছর বয়সী, সড়ক দুর্ঘটনায় একটি গাড়ি তাকে রাস্তার উপর টেনে নিয়ে যায় যার ফলে তার পায়ের আঙ্গুল এবং নিতম্বের চামড়া আলগা হয়ে যায়। এমনকি গাড়িটি তার বুকে টায়ারের ছাপ রেখে যায়। আর সে উঠে দাঁড়িয়ে সোজা মায়ের দিকে হাঁটা দেয়, কোন রুপ ব্যথা অনুভব না করেই!
অলিভিয়া ফার্নসওয়ার্থ, বিশ্বের একমাত্র ব্যক্তি যার শরীরে ক্রোমোজোম-৬ মুছে যাওয়ার তিনটি লক্ষণই বিদ্যমান। যে কারণে সে ক্ষুধা, ক্লান্তি এবং ব্যথা অনুভব করতে পারেন না। সত্যিকারের Bionic Girl হিসেবে চিকিৎসকের পরিচিত এই বৃটিশ।
আর আমরা, এই তিনেই সবচেয়ে কাবু!
লেখকঃ হাসান হাফিজুর রহমান।