আমি একটি ছোট্ট সেতু- ভাবছে লোকে বেজায় কিছু। রংতুলিতে আমি একা, ভেতর আমার বড়ই ফাঁকা।
ধার করা জীবন আমার- ধীর গতিতে ঢিমে-তালে, রোদ্র খরা বৃষ্টি ঝরে চলছে বয়ে স্রোতের টানে।
যেদিন সেতু পড়বে ভেঙে দেখবে লোকে সবই ফাঁকা।।