নকলা, প্রতিনিধিঃ মাহদি হাসান।।
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামে চঞ্চলের দোকানে অভিযান চালিয়ে এই খাদ্যবান্ধব ২৭২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (১৯ আগস্ট) রাত ১০টায় অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন ও নকলা থানার পুলিশের একটি দল। অভিযানের খবর পেয়ে পালিয়েছে অবৈধ চালের মজুদদ্দার রেহারচর গ্রামের সিদ্দিক সরকারের ছেলে মজনু মিয়া ও একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া।
এই চালের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে খন্দকার ইলিয়াস হোসেন (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বাদী হয়ে নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
জব্দকৃত খাদ্যবান্ধব ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা এই চালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কম মূল্যের চাল সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ দিয়েছে, আর সমাজের একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই গরিব মানুষের হক নষ্ট করার পাঁয়তারা করছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ইস্কান্দর হাবিব জানান, খাদ্যবান্ধব সেই জব্দ হয়েছে ও নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি চলছে