মো: মনিরুজ্জামান (মহসিন):
‘ধরিত্রী সবুজেই সাজে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ আগস্ট’২৩ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাব্যাপী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র বৃক্ষরোপণ কর্মসূচি।
উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দরদি’র সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি চলবে আগামী ০৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এরই অংশ হিসেবে ২৯আগস্ট মঙ্গলবার সকাল ৮.০০টায় সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
একই দিনে ক্রমান্বয়ে— সকাল ৯.০০টায় সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়; সকাল ১০.০০টায় সখিপুর আলিম মাদরাসা; সকাল ১০.৩০মিনিটে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ; ️সকাল ১১.০০টায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় এবং সকাল ১১.৩০মিনিটে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
রোপণ করা বৃক্ষের মধ্যে আছে- কাঠগোলাপ, কামরাঙা, পেয়ারা, আমলকি, সফেদা, পাতাবাহার, ঝাও, লটকন ইত্যাদি।
দরদি’র উপদেষ্টামণ্ডলী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দরদি। বিশেষত, দরদি’র স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন।
দরদি’র সভাপতি নাসিম হাসান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসানের পরিচালনায় সর্বমোট ৬টি ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ভেন্যু-১.
কর্মসূচীর প্রথমে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন অত্র সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম; অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান, রোভার স্কাউট লিডার, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র উপদেষ্টা (সার্বিক) মো: মনিরুজ্জামান (মহসিন), দরদি’র ছাত্র-শিক্ষক সমন্বয় উপদেষ্টা, জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক, সংবাদকর্মী মো. আবু তালেব, একই কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য তথা কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
ভেন্যু-২.
সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিফালি মুখার্জি, প্রধান শিক্ষক দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম, সভাপতি, দেবহাটা প্রেসক্লাব সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
ভেন্যু-৩.
সখিপুর আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাওলানা শামসুল আরিফ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।