বর্তমানে হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা নিয়ে আউটডোরে ফ্রি অনেক ঔষধ পেয়ে থাকেন। কিন্তু সেখানে রোগীদের বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে , সেখানে সিল বিশিষ্ট অনেকগুলো ঔষধ প্রেসক্রিপশনে থাকছে, যার সঙ্গে হাসপাতালের সরবরাহ ঔষধের বেশিরভাগ ক্ষেত্রেই মিল নাই। এবং নাম বিহীন কিছু ঔষধ কাগজে মোড়ানো রয়েছে, ওষুধ বিতরণের সময় খাবার নিয়মটা লিখে দেওয়া হচ্ছে না।
কোনটা কোন ওষুধ এটা বুঝে খাওয়ার মত সক্ষমতা বাংলাদেশের ক, জন রোগীর রয়েছে? সেক্ষেত্রে ঔষধ উল্টে পাল্টে খাওয়ার সুযোগ রয়েই যাচ্ছে। অনেক রোগীর সঙ্গে কথা বলে জানা যায় তারা ঔষধ ঠিকই পাচ্ছেন কিন্তু খাওয়ার সময় সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে রোগীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ওষুধের নিয়মটি লিখে এবং বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।