আমায় প্রথম গোলাপ উপহার দেয়া
মানুষটি তুমি নও,
হঠাৎ চোখ পড়ে দৃষ্টি আটকে যাওয়া
ব্যক্তিটি তুমি নও,
সামনে পেয়ে হার্টবিট থেমে যাওয়ার
সেই অনুভুতিও তুমি নও,
অনেক জমানো কথা বলতে যেয়ে
নির্বাক থেমে থাকার সেই ছবিটিও তুমি নও,
রাতের পর রাত জেগে অপেক্ষা করার
প্রথম কারণটিও তুমি নও,
প্রথম স্বপ্ন দেখার সেই সবুজ প্রান্তরও
তুমি নও,
ভাললাগার প্রথম কল্পনার মানুষটিও
কিন্তু তুমি নও,
তারপরও জানি না কখন দগ্ধ মন নিয়ে
আবারও পুড়তে এসেছি।
তোমার এই কোমল হাতে
বাদলও দিনে প্রথম কদম তুলে দেয়া
মানুষটি আমি নই, সে অন্য একজন।
তোমায় নিয়ে শিশির ভেজা ঘাস মাড়িয়ে অনেকটা পথ চলার কথা ছিলো অন্য কারও
আঙুল ছুঁয়ে অনেকটা চলার স্বপ্ন দেখানো
লোকটি আজ ভিষণ ব্যস্ত নিজের স্বপ্ন নিয়ে
আর প্রকৃতির অদ্ভূতুড়ে খেলায়
এখন আমরাই মুখোমুখি দাঁড়িয়ে,
চোখে চোখ অকপটে বলতে পারো
অতীতের কিছু গল্প, কিছু স্মৃতি,
আর কিছু মিথ্যে স্বপ্নের কথা।
আবারও বলতে পারি,
নতুন কিছু কবিতার কথা
নতুন করে দেখতে চাওয়া
দুঃসাহসী কিছু স্বপ্নের কথা।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।