রাঙ্গামাটি সদর প্রতিনিধি মো:হাচিব খান।।
উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু।বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্তাবধানে রয়েছে এই সেতুটি।
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সেসর ব্যাবস্তাপক আলোক বিকাশ চাকমা দুপুরে জানিয়েছেন গতকাল রোববার সকাল ৮ টার দিকে আমারা লক্ষ করেছি সেতুর উপরে পানি উঠেছে, আনুমানিক ঝুলন্ত সেতুর পাটাতনের ৬ ইঞ্চি উপর পর্যন্ত পানি উঠেছে।পাটাতন পনিতে ডুবে যাওয়ার কারনে টিকিট বিক্রয় এবং সেতুর উপর থেকে চালাচল বন্ধ রাখা হয়েছে।সেতুর উপরে উঠা নামি নেমে গেলে পরবর্তীতে সেতুটি পর্যাটকদের প্রবেশ এর জন্য খোলা এবং টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।