খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বাটনাতলীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. কাশেম(৮) বাটনাতলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুটি বাটনাতলীর নামারপাড়া এলাকার আব্দুল মান্নান ও ইন্দ্রবানু দম্পতির ছোট পুত্র।
হাসপাতাল ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে শিশুটি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু ঘটে।