খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশেদী বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতীত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম অঙ্কন করা অসম্ভব ছিল। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই ছিল তাঁর ব্রত। তিনি অনুভব করতে পেরেছিলেন শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব। আর প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার সূতিকাগার। শিক্ষা নিয়ে জাতির পিতার স্বপ্ন ও ভাবনাকে বাস্তবায়নে নিবিড় ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় বিদ্যালয় গমনোপযোগী শিশু ভর্তির হার ছিল শতকরা ৬১ ভাগ। শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে ভর্তির হার শতভাগ। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ও সোনার বাংলা গড়ার কাজে বঙ্গবন্ধুকন্যার যুগান্তকারী পদক্ষেপগুলো আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
তিনি গতকাল ১০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা রিসোর্স সেন্টারে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার্স ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলাম,প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম সালাম, জাহাঙ্গীর হেসেন মুকুল,আঃ মজিদ ফকির,টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ইউআরসি ইনসট্রাক্টর মোঃ নজিবুর রহমান,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক,আওয়ামীলীগ নেতা গাজী মো: আলী জিন্নাহ,স,ম জাহাঙ্গীর,বিনয় কৃষ্ণ হালদার,সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন,আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন,প্রধান শিক্ষক কৃষ্ণপদ দাস,শেখ লুৎফর রহমান,শ্যামল কুমার দাস, প্রভাত কুমার দাস,সুমাধূরী চক্রবর্তী,অরবিন্দু কুমার শীল,সজীব কুমার মহলী, নাসরিন সুলতানা লিপি,জাবেদা পারভিন, শাবানা, মোতাহের হোসেন,গোলাম হোসেন,সানোয়ার হোসেন, পারভিন সুলতানা,এসএম রাকিবুল হক,শ্রাবনী সিংহ, জুলফিকার আলী,আশিষ রায়,কামরুজ্জামান সোহেল, আলমগীর হোসেন শ্রাবন,সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,মোস্তাফিজুর রহমান হেলাল, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল,সামসুল আলম বাবু,মহিউদ্দীন মানিক,এহতেশামুল হক অপু, ইমরাজ শেখ,শেখ সজীব,আরিফুল ইসলাম কাজল,নাজমুল হুদা অঞ্জন,আজিজুল শেখ,দীপ খান প্রমূখ। এরপর তিনি উপজেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন করায় ৯ জনের মাঝে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন।